CMT-PROJECTS

‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৭’

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা প্রতিবছর স্পেস অ্যাপস চ্যালেঞ্জের আয়োজন করে। প্রতিবছর বাংলাদেশে এই আয়োজন হয় যেখানে সারা বাংলাদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে বাছাই করে ৫০ টি টীমকে জাতীয় পর্যায়ে সুযোগ দেওয়া হয়। ২০১৭ সালে প্রথম বাংলাদেশের পলিটেকনিক পর্যায় থেকে একটি টীম মুল পর্বে অংশগ্রহণ করার সুযোগ পায়, আর সেটি হলো ঢাকা পলিটেনিক ইন্সটিটিউট। এই প্রকল্পটি ছিলো একটি মোবাইল এপ্লিকেশন যার নাম DPI_SAT, এই এপ্লিকেশনটি হচ্ছে ওয়েদার এবং স্যটেলাইট সম্পর্কিত যার মাধ্যমে একজন ব্যাবহারকারী খুব সহজেই রিয়েল টাইম বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের খবর পেত এবং ঘূর্ণিঘড়ের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারতো। এছাড়াও এই এপ্লিকেশন ব্যাবহার করে বিভিন্ন স্যটেলাইটের লোকেশন ট্রাক করা যায়। 

এই প্রকল্পের কাজে জড়িত শিক্ষার্থীবৃন্দঃ

  • আব্দুল্লা আল আরাফ
  • রেজাউল খান
  • সাজ্জাদুল ইয়াসিন
  • শাহ মোহাম্মদ সগীর (নাসির)
  • শরমী আক্তার

 
উদ্ভাবনের নামঃ দোয়েল জার্নি সার্ভিস এ্যাপ এন্ড চ্যাটবোট
 
উদ্ভাবকঃ
১. মোঃ জাহিদুল ইসলাম
২. মাজারুল ইসলাম
৩. জাফরান হাসান
 
প্রতিষ্ঠানের নামঃ ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট
 
প্রকল্পের বিবরণঃ মানুষের ভার্চুয়াল এসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে । মানুষের বাস্তব জীবনের সমস্যা সমাধান গুলো সহজে পাবে । এর মাঝে আমরা প্রতিনিয়ত অনেক সেবাই যুক্ত করছি । এর জন্য কোন ডাটা কস্ট এর প্রয়োজন নেই , ফ্রি তে সেবা গ্রহন করতে পারবে । কোন প্রকার অ্যাপ ইনস্টল করার প্রয়োজন নেই । এ ধরনের অসাধারন অনেক সুবিধা রয়েছে । এতে ৩৫ টি মতো সেবা রয়েছে ।
 
উদ্দেশ্য ও ব্যবহারঃ
খরচ ছাড়া সহজে সেবা প্রদান করাই প্রদান উদ্দেশ্য । মূলত সেবাটি ফেসবুক মেসেঞ্জার ভিত্তিক চ্যাটবোট এর মাধ্যমে ফলে ব্যবহারকারীরা সহজেই সেবা গুলো গ্রহন করতে পারবে । এ জন্য ডাউনলোড বা ইন্সটল করার প্রয়োজন হয় না, বাড়তি মেমোরি বা স্পেস এর প্রয়োজন হয় না , সমস্যার হলে বোট ব্যবহারকারীর সাথে কথপোকথন করতে পারে।
এর সেবা গুলো হলঃ
Virtual Blood Donate Service Maintain, Virtual Journey Service, Bteb Result , Math – Calculator, Latest newspaper news, BD Emergency Call Service, Emergency Help Line Call & Massage, Translate – Any other language, Short URL, Made Strong Password, Make Namaz Reminder, Personal Note, Update Your Location Tracking, Full Quran Update with Audio ( 3 language ) , User input routine – (Add class routine with Reminder), MCQ test, Set your Reminder – (Home work , Exam), Live Score & our Update Broadcast Question, Solved English Learning – exp: paragraph Book Update Update Massage Sys. Photography Consept Torist life Help & Guite
 
সুবিধা ও উপকারিতাঃ
মূলত সেবাটি ফেসবুক মেসেঞ্জার ভিত্তিক চ্যাটবোট এর মাধ্যমে ফলে ব্যবহারকারীরা সহজেই সেবা গুলো গ্রহন করতে পারবে । এ জন্য ডাউনলোড বা ইন্সটল করার প্রয়োজন হয় না, বাড়তি মেমোরি বা স্পেস এর প্রয়োজন হয় না , সমস্যার হলে বোট ব্যবহারকারীর সাথে কথপোকথন করতে পারে , সার্ভার থেকে বট আপডেট করলে ব্যবহারকারী এমনিতেই আপডেট এর সুবিধা ভোগ করবে এতে নতুন করে ইন্সটলেশনের প্রয়োজন হয় না, ফেসবুক মেসেঞ্জার বাংলাদেশের সকল অপারেটর ফ্রিতে প্রদান করে ফলে কোন প্রকার ডাটা খরচ হয় না । এসব অনেক অতিরিক্ত সুবিধা থাকার কারনে মোবাইল অ্যাপ্লিকেশন ও ওয়েব সেবা থেকে বোট এর ব্যাপক চাহিদা । ফেসবুক মেসেঞ্জার থেকে Doyel সার্চ করে মেসেজ করার মাধ্যমে এ ধরনের অনেক সেবাই পাওয়া যাবে । বর্তমানে বোটটিতে ২৮টিরও বেশি সেবা যুক্ত আছে । এ বছরে আরও ২৫টিরও বেশি সেবা যুক্ত হবে । প্রজেক্ট এর বোট এ যাত্রাসেবা, ইমার্জেন্সি কল, ক্যালকুলেটর, নামাজ রোজার রিমাইন্ডার, ক্লাস রুটিন, যে কোন ভাষায় অনুবাদ করা, পার্সোনাল নোট এ ধরনের অনেক সেবা গ্রহকদের জন্য যুক্ত করা আছে ।
 
উপকরনঃ Used: PHP & Pathan Language link Setup JSON API in Facebook Bot Developer Option. আমাদের সার্ভার থেকে তথ্য প্রদান করা হয় ।
 
প্রয়োজনীয় সময় ও অর্থঃ ৫ হাজার টাকা মাত্র । প্রতিনিয়ত ডাটা আপডেড করা হয় , সময় সাপেক্ষে ।
 
বাণিজ্যিকীকরণের উপযোগিতাঃ মানুষের পরিবর্তে ভার্চুয়াল এসিস্ট্যান্ট ব্যবহার করার কারনে কঠিন কাজ গুলো সহজে সমাধান করা যাচ্ছে । বিনা মূল্যে সেবা গুলো গ্রহন করা যাচ্ছে । বিভিন্ন প্রতিষ্ঠান পর্যায়ে অনেক সেবা গুলো  ভার্চুয়াল এসিস্ট্যান্টএর মাধ্যমে সেবা গ্রলো সহজে গ্রহন করতে পারবে । এতে অতিরিক্ত জনবল নিয়োগ এর প্রয়োজন হচ্ছে না ।