মেক্যানিক্যাল বিভাগে CBT&A এর আওতায় RPL মোডে অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত
গত ২২/০১/২০২১ তারিখ ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের মেক্যানিক্যাল টেকনোলজি বিভাগের অধীন CBT&A এর আওতায় RPL মোডে বিট্রিশ-আমেরিকান টোবাকো কম্পানীর ১০ জন এমপ্লোয়ী “ মেশিন সপ প্র্যাকটিস ( লেভেল-১ )“ অকুপেশনের অ্যাসেসমেন্টে অংশগ্রহন করে । দিনব্যাপী অ্যাসেসমেন্ট শেষে কারিগরি শিক্ষা বোর্ডের অ্যাসেসর ০৬ জনকে কম্পিটেন্ট ঘোষনা করে। উল্লেখ্য যে , RPL মোডে মেক্যানিক্যাল টেকনোলজি বিভাগে উক্ত অ্যাসেসমেন্ট প্রোগ্রামের মাধ্যমে NTVQF সার্টিফিকেশন কার্যক্রমের যাত্রা শুরু হয় ।