কম্পিউটার বিভাগের ৫জন প্রকৌশলীর জব প্লেসমেন্ট
১১/১ জাহান টাওয়ার, অভয় দাস লেন, টিকাটুলি, মতিঝিল এর বিডিকলিং সফটওয়্যার প্রতিষ্ঠানের সিইও এর সাথে ঢাপই এর বিভাগীয় প্রধান-কম্পিউটার ও অধ্যক্ষ মহোদয়।
গতকাল ২৯/০৬/২০১৯ তারিখ কস্পিউটার বিভাগে বিডিকলিং প্রতিষ্ঠান কর্তৃপক্ষ উপস্থিত হয়ে বাছাই পরীক্ষার মাধ্যমে ৫জন কম্পিউটার ডিপ্লোমা প্রকৌশলীকে তাদের প্রতিষ্ঠানে নিয়োগ প্রদান করেন।